সংবাদঃ
  • এখনো কোন সংবাদ হালনাগাদ করা হয়নি
  • avatar
  • avatar
  • avatar

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক কর্ণার

tcorner
stcorner
stacorner

প্রতিষ্ঠান প্রধানের বার্তা - প্রধান শিক্ষক

avatar

শিক্ষা মানুষের মননের বিকাশ ঘটায়, জীবন ও জগত সম্পর্কে গভীর উপলব্ধি অর্জনের পথ খুলে দেয়। একটি জাতি তখনই উন্নতির শিখরে পৌঁছাতে পারে, যখন সেই জাতি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি শিক্ষাবান্ধব, স্থিতিশীল সমাজ এবং কার্যকর রাষ্ট্র নির্মাণে ব্রতী হয়। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সুশিক্ষা, আর সুশিক্ষার কোনো বিকল্প নেই। ১৯১৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারের এক গৌরবময় উত্তরাধিকার বহন করে চলেছে। প্রতিষ্ঠার পর থেকেই এই বিদ্যালয়টি বেতডোবা, কালিহাতী তথা পুরো টাঙ্গাইল জেলার শিক্ষার বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে। একশতাধিক বছরের এই দীর্ঘ পথচলায় বিদ্যালয়টি অসংখ্য গুণী ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং সমাজসেবক তৈরি করেছে, যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধা ও মানবিক গুণে আলোকিত করেছেন সমাজকে। আমরা বিশ্বাস করি—শুধু পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, বরং নৈতিকতা, মানবতা, প্রযুক্তিগত দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারলেই একটি পরিপূর্ণ মানুষ তৈরি সম্ভব। এ লক্ষ্যে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সমাজের সকল শুভানুধ্যায়ীর সহযোগিতায় কাজ করে চলেছি। পরিশেষে, এই প্রতিষ্ঠানকে একটি আধুনিক, যুগোপযোগী ও সৃজনশীল শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমি সকলের সহযোগিতা কামনা করছি। 
ধন্যবাদান্তে, 
প্রধান শিক্ষক
কালিহাতি আর.এস. সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

কালিহাতি আর.এস. সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

শিক্ষা জাতির মেরুদন্ড
গ্যালারী    যোগাযোগ

কালিহাতি আর.এস. সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানের স্থানীয় বা বিকল্প নাম, যা সাধারণত বাংলায় ব্যবহৃত হয়। এই প্রতিষ্ঠানের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (EIIN) হলো 114284, যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদান করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি ঢাকা বোর্ডের অধীনে পরিচালিত হয়, যা একাডেমিক মান ও পরীক্ষাগুলোর তত্ত্বাবধান করে।

  • স্থাপিত : ১৯১৫
  • ই আই আই এন: ১১৪২৮৪
  • সময় : সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০
  • ফোন : 01721145351, 01309114284 (HM)
  • ইমেইল: krsphighschool@gmail.com
  • ঠিকানা : বেতডোবা, কালিহাতি, টাঙ্গাইল।